ধর্মপাশায় নিষিদ্ধ চাঁই ব্যবসায়ীকে জরিমানা

ধর্মপাশা প্রতিনিধি


জুলাই ১৭, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন



ধর্মপাশায় নিষিদ্ধ চাঁই ব্যবসায়ীকে জরিমানা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্লাস্টিকের তৈরি নিষিদ্ধ কিরণমালার চাঁইয়ের ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে (৫০) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে।

শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান এ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই চাঁই ব্যবসায়ী ঢাকা থেকে ১ হাজার কিরণমালার চাঁইসহ অন্যান্য মালামাল ট্রাকে করে নিয়ে শুক্রবার বিকেল ৬টার দিকে ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়ক হয়ে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে ইউএনওকে জানান। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউএনও সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চাঁই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান ওয়াসিল আহমেদ, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক সোহান আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রতন সরকার প্রমুখ।

ওই ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে সেখান থেকে মুক্তি পান। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব চাঁই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এসএ/আরআর-০৬