টাঙ্গুয়ার হাওরে মৎস্য অফিসের অভিজ্ঞতা বিনিময়

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৭, ২০২১
১১:২৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২১
১১:২৮ অপরাহ্ন



টাঙ্গুয়ার হাওরে মৎস্য অফিসের অভিজ্ঞতা বিনিময়

বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে 'কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ' প্রকল্পের আওতায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে টাঙ্গুয়ার হাওরে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী এ অভিজ্ঞতা বিনিময় সফরে অংশগ্রহণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর খাল অভয়াশ্রম ব্যবস্থাপনা সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী নৌকাযোগে সফরকালে জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটির সংগঠনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন সদরপুর খাল অভয়াশ্রম ব্যবস্থাপনা সংগঠনের নেতৃবৃন্দ। 

অভিজ্ঞতা বিনিময় সফরে অংশ নেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, তাহিরপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসাইন, টাঙ্গুয়ার হাওর বিল ব্যবস্থাপনা কমিটির সাধরণ সম্পাদক, অর্থ সম্পাদক, সদস্যবৃন্দ, সদরপুর গ্রামের মৎস্যজীবী দল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসের লিফ ও অন্যান্য সদস্যবৃন্দসহ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রম ব্যবস্থাপনা কমিটির সংগঠনের সদস্যবৃন্দ।


এসটি/আরআর-০৭