শায়েস্তাগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৮, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২১
০৩:৪৪ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে বৃদ্ধের চিকিৎসা ও সুশ্রুষা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জুলাই) শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের নছরতপুর এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দেন স্থানীয় এক ব্যক্তি।  পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানালে উপ-পরিদর্শক (এসআই) সনজিত ওই ব্যক্তিকে উদ্ধার করেন।

শুধু উদ্ধারই নয়, ওই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের নখ কেটে দেন তিনি নিজ হাতে। পরে নরসুন্দর ডেকে চুল কেটে সাবান দিয়ে গোসল করান। তারপর নতুন জামা পড়িয়ে ওই বৃদ্ধের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।

পুলিশ কর্মকর্তার এমন মানবিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শায়েস্তাগঞ্জ থানার এসআই সনজিত চন্দ্র নাথকে প্রশংসায় ভাসিয়েছেন। তারা বলছেন, মানুষ মানুষের জন্য, তাই এসআই’র এমন কর্মকান্ড সত্যিই প্রশংসার দাবিদার।

উপজেলা  নুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য তানভীর হোসেন শফিক বলেন, আইনশৃঙ্খলার পাশাপাশি পুলিশের এমন মানবিক কাজ সত্যিই মহৎ। এসআই সনজিতের এমন কাজ নিজ চোখে দেখে খুব ভাল লেগেছে। তা দেখে পুলিশের অন্যান্য সদস্যরা এমন মানবিক কাজে উৎসাহিত হবে। 

এসআই সনজিত চন্দ্র নাথ বলেন, ৯৯৯ ফোন পেয়ে ওই বৃদ্ধ কে উদ্ধার করে গোসল দিয়ে নতুন জামা কাপড় পরাই। এরপরে উনার নক কেটে দেই। সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে আমাদের দাড়ানো উচিত।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করে তার সেবা যত্ন করা হয়েছে। একইসঙ্গে নতুন কাপড়ও দেওয়া হয়েছে। পুলিশ অসহায় মানুষদের পাশে দাড়াতে সবসময় প্রস্তুত।

এসডি/আরসি-০৪