তাহিরপুরে একদিনে করোনা শনাক্তে রেকর্ড

তাহিরপুর প্রতিনিধি


জুলাই ১৮, ২০২১
১০:৩৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২১
১০:৩৬ অপরাহ্ন



তাহিরপুরে একদিনে করোনা শনাক্তে রেকর্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। রবিবার (১৮ জুলাই) ১৭ জনের অ্যান্টিজেন নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি তাহিরপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। বাকি ৪ জনের নমুনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত এ উপজেলায় মোট ৭৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিজ নিজ বাড়িতে আইসলোশনে রয়েছেন।

তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী এ উপজেলায় একদিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


এএইচ/আরআর-০৩