ধর্মপাশায় ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

ধর্মপাশা প্রতিনিধি


জুলাই ১৮, ২০২১
১০:৪২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২১
১০:৪২ অপরাহ্ন



ধর্মপাশায় ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২০ কেজি ওজনের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ানুল হালিম এ আদালত পরিচালনা করেন।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জন আল মাহমুদ হাসান, বাদশগাঞ্জ বাজারের ব্যবসায়ী নজরুল মিয়া, হানিফ মিয়া, সজীব মিয়া প্রমুখ।

পরে এসব জব্দ করা নিষিদ্ধ জাল বাদশাগঞ্জ বাজারের সড়কের উত্তরপাশে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।


এসএ/আরআর-০৪