জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ১৮, ২০২১
১১:৪৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৮, ২০২১
১১:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের বসতঘরের একটি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী জানান, গতকাল শনিবার (১৭ জুলাই) গভীর রাতে ওই গ্রামের কৃষক গিয়াস উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লোকজন আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একটি টিনশেডের ঘর পুড়ে যায়।
এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক গিয়াস। তিনি বলেন, আগুন কিভাবে লেগেছে জানি না। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে উঠে আগুন দেখতে পাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এএ/আরআর-০৯