ছাতক প্রতিনিধি
জুলাই ১৯, ২০২১
০৩:৪৫ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৯, ২০২১
০৩:৪৬ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকের চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে কঠোর রয়েছে প্রশাসন। গত তিন দিনে ছয়টি পাথর বোঝাই নৌকা আটক ও জরিমানাসহ উভয় দন্ড দেয়া হয়েছে।
রবিবার (১৮ জুলাই) বিকালে মরা ও মরা চেলা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি অবৈধ পাথর বোঝাই নৌকাকে আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. ইসলাম উদ্দিন।
অভিযানে সোনার তরী নৌকার মালিক জাকারিয়া আহমদকে অবৈধ পাথর উত্তোলন ও বহনের জন্য ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং কাঠের নৌকার মালিক ময়নুল হককে চার হাজার টাকাসহ মোট ৫৪হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
এসময় সাত ভাই পরিবহন নৌকার মালিক পালিয়ে যাওয়ায় নৌকা আটক করে তিনটি নৌকারই জব্দকৃত পাথর নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হয়। গত দিনে আরও তিনটি নৌকা থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ছাতক থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করে।
সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন জানান, অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন স্যারের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এম এ/বি এন-০৪