খেলা ডেস্ক
                        জুলাই ২২, ২০২১
                        
                        ১২:০৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ২২, ২০২১
                        
                        ০৩:৫৯ পূর্বাহ্ন
                             	
                        
            
    আগামী শুক্রবার টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ নির্ধারিত থাকলেও প্রতিযোগিতার সূচনা হয়েছে আজ। জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় দশ বছর আগের প্রাকৃতিক বিপর্যয় ও পরমাণু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শহর ফুকুশিমায় শুরু হয়।
টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি অলিম্পিকের প্রথম খেলা রাজধানীর প্রায় ২৪০ কিলোমিটার উত্তরে ফুকুশিমা শহরের আজুমা স্টেডিয়ামে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল।
ফুকুশিমাবাসী অলিম্পিকের প্রথম খেলার অপেক্ষায় থাকলেও করোনায় শেষ পর্যন্ত দর্শক-শূন্য স্টেডিয়ামে সফটবলের গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। আজকের খেলায় স্বাগতিক জাপান ৮-১ পয়েন্টে হারায় অস্ট্রেলিয়াকে।
সফটবল হচ্ছে বেসবলকে মহিলাদের খেলার উপযোগী করে তোলার জন্য সহজ এক সংস্করণ। অলিম্পিকে সর্বশেষ ২০০৮ সালে সফটবল অন্তর্ভুক্ত থাকার পর অলিম্পিক কমিটি পরের দুটি অলিম্পিকে বেসবলের পাশাপাশি সফটবলও অন্তর্ভুক্ত রাখেনি। তবে এবারের অলিম্পিকে স্বাগতিক শহরের অনুরোধে এই খেলা তালিকায় যুক্ত হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে বেইজিং অলিম্পিকে জাপান সফটবলে সোনা জিতেছিল। ফলে শেষবারের অলিম্পিক চ্যাম্পিয়নকে নিয়ে প্রত্যাশা দেশের রয়েছে।
অলিম্পিকের শহর হিসাবে টোকিও মনোনীত হলেও দলগত বিভিন্ন প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ের খেলা টোকিওর বাইরের বেশ কয়েকটি শহরে অনুষ্ঠিত হচ্ছে।
এএন/০৬