তাহিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুজাহিদের দাফন সম্পন্ন

তাহিরপুর প্রতিনিধি


জুলাই ২৫, ২০২১
০৪:২৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৫, ২০২১
০৪:৩১ অপরাহ্ন



তাহিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুজাহিদের দাফন সম্পন্ন

সুনামগঞ্জের তাহিরপুরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোজাহিদ উদ্দিন আহমদের (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 

রবিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে কামড়াবন্দ পঞ্চায়েত কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের উপস্থিতিতে ও থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মোজাহিদ উদ্দিন আহমদের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন, স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারন সম্পাদক অমল কান্তি কর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাসেম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্, সাধারণ সম্পাদক এম.এ রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান মানিক প্রমুখ।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৫নং সেক্টরের আওতায় সুনামগঞ্জ অঞ্চলের টেকেরঘাট সাব-সেক্টরের কমান্ডার হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীর নেতৃত্ব প্রদান করেন।

যুদ্ধাহত জাতির এ অন্যতম শ্রেষ্ঠ সন্তান একাধিকবার তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং পরবর্তীতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

এ এইচ/বি এন-০৬