জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৬, ২০২১
০৭:২৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২১
০৭:২৩ অপরাহ্ন



জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জের জামালগঞ্জের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ (৭০) মৃত্যুবরণ করেছেন। গতকাল রবিবার (২৫ জুলাই) রাত ১১টায় সিলেটস্থ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাঁর বাড়ি ফেনারবাঁক ইউনিয়নের নাজিমনগর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার (২৬ জুলাই) সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে মো. আব্দুর রশিদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, মদরিছ আলী, রফিকুল ইসলাম ভুইয়া ও এসআই মো. জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স। পরবর্তীতে নিজ বাড়িতে তাঁর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যুতে শোক জানিয়েছেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার।


বিআর/আরআর-০৭