জামালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২১
১২:০৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪২ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত দুইদিনে সাচনা বাজার ইউনিয়নের সাচনা বাজার, জামালগঞ্জ সদর ইউনিয়নের মান্নানঘাট বাজার ও ভীমখালী ইউনিয়নের নোওয়াগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ৪২টি মামলায় ৪২ জনের কাছ থেকে ১২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।
বিআর/আরআর-০৯