দোয়ারাবাজারে লকডাউনে ১৫ জনকে জরিমানা

দোয়ারাবাজার প্রতিনিধি


জুলাই ২৬, ২০২১
০৮:৪৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২১
০৮:৪৪ অপরাহ্ন



দোয়ারাবাজারে লকডাউনে ১৫ জনকে জরিমানা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে চালিয়ে ৯টি মামলায় ১৫ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

সোমবার (২৬ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এ সময় সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর টিম ও দোয়ারাবাজার থানার পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সোমবার দুপুরে দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আগামীকাল মঙ্গলবার (২৭ জুলাই) থেকে বিকেল ৩ ঘটিকার পর যেন কারও মুদি দোকান, মাছ বাজার ও সবজির দোকান খোলা না থাকে, সে লক্ষ্যে সতর্কতামূলক প্রচার করা হয়। এ সময় ৯টি মামলায় দোকান মালিক ও পথচারী মোট ১৫ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।=

এ সময় সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার এবং সার্বক্ষণিক মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করেন অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। অন্যথায় অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।


এইচএইচ/আরআর-১২