শাবি'র সাবেক উপাচার্য হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

নবীগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৭, ২০২১
০৬:২৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২১
০৬:৫১ পূর্বাহ্ন



শাবি'র সাবেক উপাচার্য হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো নবীগঞ্জ তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সমাজ বিজ্ঞানী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী। 

মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ের নূরানী মার্কেটস্থ মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ১৯৯৭ সালের ২০ জুলাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।

তিনি শাবিতে অধ্যাপক পদে যোগদানের পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মরত ছিলেন। এর আগে ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষকপদে যোগদান করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় ১৯৮৯ সালে তিনি অধ্যাপক হন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যক্রমেও তাঁর সরব উপস্থিতি ছিল। রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদেও তিনি বিপুল ভোটে নির্বাচিত হন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। এর আগে তিনি শাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীসময়ে বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও ডিনের দায়িত্ব পালন করেন।  সেখান থেকেই তিনি অবসরে যান। এরপর ২০০২ সালে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য দায়িত্ব গ্রহণ করেন। আমৃত্যু সেই দায়িত্বে ছিলেন।  

বর্ণাঢ্য জীবনের অধিকারী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান  নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে ১৯৪২ সালে জন্ম গ্রহণ করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই শিক্ষাবিদ ২০০৬ সালে ২৭ জুলাই মৃত্যুবরণ করেন।


এ এইচ/বি এন-০১