খেলা ডেস্ক
                        জুলাই ২৭, ২০২১
                        
                        ০৬:৩৭ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ২৭, ২০২১
                        
                        ০৬:৩৭ অপরাহ্ন
                             	
                        
            
    নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের বিশ্বরেকর্ডটা তাঁর দখলেই। এবার বিশ্বরেকর্ড হয়নি, তবে অলিম্পিকে রেকর্ড ঠিকই গড়েছেন অস্ট্রেলিয়ার কেলি ম্যাককিওন। ৫৭.৪৭ সেকেন্ডে সাঁতার শেষ করে অলিম্পিক রেকর্ড গড়ার পথে কানাডার কাইলি মাসে ও যুক্তরাষ্ট্রের রিগান স্মিথকে হারিয়েছেন তিনি। ০.০২ সেকেন্ডের জন্য বিশ্বরেকর্ড হয়নি। এই নিয়ে এবার অলিম্পিকে সাঁতারে দুটি সোনা জেতা হয়ে গেল অস্ট্রেলিয়ার। 
এএন/০২