খেলা ডেস্ক
                        জুলাই ২৭, ২০২১
                        
                        ০৬:৪০ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ২৭, ২০২১
                        
                        ০৬:৪০ অপরাহ্ন
                             	
                        
            
    মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার ডাইভিংয়ে সোনা জিতেছেন চীনের ইউশি চেন ও জিয়াকি ঝ্যাং। ৩৬৩.৭৮ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন তাঁরা। এই ইভেন্টের রূপা গেছে যুক্তরাষ্ট্রের জেসিকা পারাত্তো ডেলানি শ্নেলের কাছে। ওদিকে মেক্সিকোর গাব্রিয়েলা আগুন্দেজ ও আলেহান্দ্রা ওরোজকো জিতেছেন ব্রোঞ্জ।
এএন/০৩