সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৭, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় দিন দিন উদ্বেগজনকহারে করোনা সংক্রমণ হার বাড়ছে। সাধারণ মানুষ লকডাউন, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানতে নারাজ।
তবে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে প্রতিদিনই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
এদিকে করোনা সংক্রমণ বিস্তার রোধে, জনসচেতনতা বাড়াতে এবং সাধারণ মানুষকে টিকা নিতে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনদের সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় (২৬ জুলাই) তাহিরপুর উপজেলায় ৩৮ জনের অ্যান্টিজেন নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি এযাবতকালে তাহিরপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। বাকি ১৫ জনের নমুনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ জুলাই) তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
তাছাড়া এখন পর্যন্ত এ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী, তাহিরপুরে একদিনে সর্বোচ্চ ২৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাসেম জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। লকডাউনে মানুষকে সচেতন করার জন্য এ কমিটিগুলো কাজ করছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ‘গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের হার বাড়ছে। যা অত্যন্ত উদ্বেগজনক। কঠোর লকডাউনে জনসাধারণ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হোন এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন দ্বারা কমিটি গঠন করা দেওয়া হয়েছে।’
এ এইচ/বি এন-০৫