হবিগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২১
১১:১৭ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৭, ২০২১
১১:১৭ পূর্বাহ্ন
লকডাউন অমান্য করে আয়োজন করা হয়েছিল বৌ-ভাত অনুষ্ঠানের। খবর পেয়ে অভিযান চালিয়েছে প্রশাসন। করা হয়েছে জরিমানা। আর অনুষ্ঠানের জন্য তৈরি করা খাবার গেছে এতিমখানায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ জুলাই) হবিগঞ্জের মাধবপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে ঝালু মিয়া নামের এক ব্যক্তি সরকারি বিধিনিষেধ অমান্য করে লকডাউনের মধ্যে তার ছেলে খোকনের বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে সেই বৌ-ভাত অনুষ্ঠান বন্ধ করে জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন।
মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, কঠোর লকডাউনের ৫ম দিনে বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে সরকারি বিধিনিষেধ অমান্য করে ৫০০ জন মানুষের জন্য বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আনসার বাহিনীর সহযোগিতায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আয়োজক বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। আর অনুষ্ঠানের খাদ্যসামগ্রী এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এসআর/আরআর-০৬