স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধর্মপাশায় মাস্ক বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি


জুলাই ২৮, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন



স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধর্মপাশায় মাস্ক বিতরণ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারের বঙ্গবন্ধু মোড় ও থানা মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক নারী-পুরুষের মধ্যে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে স্বেচ্ছাসেবক লীগের ধর্মপাশা উপজেলা শাখা এ মাস্ক বিতরণের আয়োজন করে।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহম্মেদ, স্বেচ্ছাসেবক লীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি এনামুল হক এনাম,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাডভোকেট হুমায়ূন কবীর বিজয়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, প্রচার সম্পাদক সাদাত হাসান প্রমুখ।


এসএ/আরআর-১০