নবীগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৮, ২০২১
০৭:০০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৮, ২০২১
০৭:২৮ পূর্বাহ্ন
নিখোঁজের পর ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আশিক মিয়ার। নিখোঁজ আশিক মিয়া উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল আলীর পুত্র। তার বয়স মাত্র ১২ বছর।
জানা যায়, গত ২৩ জুলাই সকাল ৯ টার দিকে আশিক তার বাড়ি থেকে মিলনগঞ্জ বাজারের উদ্দ্যেশে রওয়ানা দিয়েছিল।
২৮ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত সে বাড়িতে ফিরে আসে নি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি। তার সন্ধান না পাওয়ায় নিখোঁজ আশিক মিয়ার পিতা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং-১৫৭৪, তারিখ : ২৫-৭-২০২১ইং।
তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা (আনুমানিক) ৩ফুট ১ইঞ্চি, শারীরিক গড়ন ভাল, সে নবীগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে, তার পরনে ছিল লাল ও হলুদ রংয়ের গেঞ্জি এবং জিন্সের প্যান্ট।
এ ব্যপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান,শিশুটির বাবা থানায় একটি জিডি করেছেন ।পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
এ এইচ/বি এন -০৪