নবীগঞ্জে ২৬টি মামলায় প্রায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড

নবীগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৮, ২০২১
০৬:২৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২১
০৬:২৭ অপরাহ্ন



নবীগঞ্জে ২৬টি মামলায় প্রায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৬টি মামলায় ১৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকাল থেকে দিনব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনাসদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার গাজীর টেক, শেরপুর রোড, মধ্যবাজার ও ওসমানী রোডে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট আইনে ২৬টি মামলায় ১৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।


এএম/আরআর-০৩