দোয়ারাবাজার প্রতিনিধি
জুলাই ২৯, ২০২১
১০:০৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২১
১০:০৯ অপরাহ্ন
করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কর্মহীন ১৫টি বেদে পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে এসব বেদে পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পরিবারপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি ও ১টি সাবান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ প্রমুখ।
এইচএইচ/আরআর-০২