ব্রাজিলের ইতিহাস গড়া ইভেন্টে যুক্তরাষ্ট্রের স্বর্ণ জয়

খেলা ডেস্ক


জুলাই ২৯, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৯, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন



ব্রাজিলের ইতিহাস গড়া ইভেন্টে যুক্তরাষ্ট্রের স্বর্ণ জয়
টোকিও অলিম্পিক জিমন্যাস্টিকস


টোকিও অলিম্পিক মেয়েদের জিমন্যাস্টিকসের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সুনিসা লি। প্রথম দুটি ইভেন্ট ভল্ট ও আন ইভেনবার মিলিয়ে সবাইকে চমকে দিয়ে এগিয়ে ছিলেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। কিন্তু ব্যালান্স বিমে আন্দ্রেদাকে টপকে যান লি। ফ্লোর ইভেন্টের আগে রেবেকার চেয়ে ০.১০১ পয়েন্টে এগিয়েছিলেন লি। তিনে থাকা রাশিয়ার ভ্লাদিস্লাভা রেবেকার চেয়ে পিছিয়ে ছিলেন ০.০৬৬ পয়েন্টে। 


ফ্লোর ইভেন্টে সুনিসা লি একটু খারাপ করেছেন। পেয়েছেন ১৭.৭০০। এখানে ১৩.৯৬৬ পয়েন্ট পেয়ে স্বদেশি ভ্লাদিস্লাভাকে টপকে যান অ্যাঞ্জেলিনা মেলনিকোভা। ফ্লোরে দারুণ শুরু করেছিলেন আন্দ্রাদে। কিন্তু একটা ভুলে ফ্লোরের বাইরে চলে যাওয়ায় ১৩.৬৬৬ পেয়েছেন। ৫৭.২৯৮ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন আন্দ্রেদা। সোনা সুনি লির (৫৭.৪৩৩ পয়েন্ট)। ব্রোঞ্জ জেতা মেলনিকোভার পয়েন্ট ৫৭.১৯৯।

এদিকে, মেয়েদের জিমন্যাস্টিকসে রিও অলিম্পিক পর্যন্ত শূন্য হাতে ফিরেছে ব্রাজিল। অবশেষে পদক পেল সাম্বার দেশটি। ফ্লোর ইভেন্টে পেনাল্টিতে ০.৪ পয়েন্ট কেটে না নেওয়া হলে সুনিসা লিকে টপকে সোনাও জিততে পারতেন তিনি।

এএন/০৬