ধর্মপাশা প্রতিনিধি
জুলাই ৩০, ২০২১
০২:৫০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২১
০২:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দশধরী গ্রামে ডোবার পানিতে ডুবে বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে খাদিজা আক্তার নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, খাদিজা বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজ বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। বেলা ২টার দিকে তাকে ওই ডোবা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। বেলা ৩টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু খাদিজাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এসএ/আরআর-১১