করোনায় শঙ্কায় বার্সেলোনা-জুভেন্টাস লড়াই

খেলা ডেস্ক


জুলাই ৩০, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২১
০২:৩০ পূর্বাহ্ন



করোনায় শঙ্কায় বার্সেলোনা-জুভেন্টাস লড়াই
প্রাক্‌-মৌসুম প্রীতি ম্যাচ


গত মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুজনের, দুই দলের দেখা হয়েছে। সে তুলনায় এবার জুভেন্টাস আর বার্সেলোনার ম্যাচটা তো নস্যি! যতই হোয়ান গাম্পার ট্রফির ম্যাচ শেষে শিরোপা নিয়ে ছবি-টবি তোলা হোক, বার্সার মাঠে হতে যাওয়া ম্যাচটা তো একটা প্রাক্‌-মৌসুম প্রীতি ম্যাচই!

তবু ম্যাচটাতে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর খেলার সম্ভাবনা আছে বলেই আগামী ৮ আগস্ট বার্সা-জুভেন্টাস ম্যাচ নিয়ে রোমাঞ্চ কাজ করছে ফুটবলপ্রেমীদের মনে। তবে জুভেন্টাসের এক খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় বার্সেলোনা-জুভেন্টাস লড়াই শঙ্কায় পড়েছে। জুভেন্টাসের পুরো দলই এই মুহূর্তে আইসোলেশনে।

করোনায় আক্রান্ত খেলোয়াড়ের নাম হামজা রাফিয়া। ২২ বছর বয়সী তিউনিসিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার মূলত জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়। আগামী ১০ দিন রাফিয়া দলের বাইরে থেকে একা আইসোলেশনে থাকবেন। ১০ দিন পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই শুধু দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

‘স্বাস্থ্যবিধি মেনে আর স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার পর পুরো দল বৃহস্পতিবার আইসোলেশনে গেছে। এই প্রক্রিয়ায় যাঁরা (করোনা পরীক্ষায়) নেগেটিভ হবেন, তাঁরা অনুশীলন ও ম্যাচ–সম্পর্কিত সব কাজ চালিয়ে যাবেন, কিন্তু বাইরের কারও সংস্পর্শে যাবেন না,’ বিবৃতিতে জানিয়েছে জুভেন্টাস।

গত সপ্তাহে জুভেন্টাসের প্রাক্-মৌসুম অনুশীলন শুরু হয়েছে। প্রায় সব তারকাই যোগ দিয়েছেন অনুশীলনে, ইউরোর পর ছুটি কাটিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দিয়েছেন গত সোমবার। সেখানেই সবার সঙ্গে অনুশীলনে ছিলেন রাফিয়া।

তবে বার্সার বিপক্ষে রাফিয়ার খেলা হচ্ছে না, এটা নিশ্চিত। ১০ দিন পর করোনা নেগেটিভ হয়ে ফিরলেও দলের সঙ্গে অনুশীলন না করেই নিশ্চয়ই মাঠে নেমে পড়বেন না তিনি। গোলডটকম জানাচ্ছে, ২২ আগস্ট শুরু হতে যাওয়া ইতালিয়ান লিগে নিজেদের প্রথম ম্যাচেও রাফিয়ার না খেলার সম্ভাবনা বেশি। উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জুভেন্টাসের লিগ মৌসুম।

এএন/০২