আজ পুলে নামছেন আরিফুল ও জুনায়না

খেলা ডেস্ক


জুলাই ৩০, ২০২১
১১:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২১
১১:১৪ পূর্বাহ্ন



আজ পুলে নামছেন আরিফুল ও জুনায়না
টোকিও অলিম্পিক

বাংলাদেশ থেকে পুলে নামবেন আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ।


টোকিও অলিম্পিকে শুটিং রেঞ্জ আর তীর-ধনুকের খেলা শেষ বাংলাদেশের। তিনটি ইভেন্ট থেকে আগে ভাগেই বিদায় নিয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। এবার লড়াই করার পালা সাঁতারুদের। অলিম্পিক সাঁতারে বাংলাদেশ থেকে পুলে নামবেন আরিফুল ইসলাম ও জুনায়না আহমেদ।

আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৮ মিনিটে টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার ফ্রি স্টাইলে চার নম্বর হিটে এক নম্বর লেনে নামবেন আরিফুল ইসলাম।

আরিফের বিশ মিনিট পর একই ইভেন্টের জন্য পুলে নামবেন লন্ডন প্রবাসী নারী সাতারু জুনায়না আহমেদ। জুনাইনা তিন নম্বর হিটে এক নম্বর লেনে খেলবেন। ছেলেদের হবে দশ হিট আর মেয়েদের এগারো হিট। হিটের মধ্যে সেরা ১৬ টাইমিং ধারী পরবর্তী পর্যায়ে খেলবেন। বাংলাদেশের দুই সাঁতারুর পরবর্তী পর্যায়ে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাদের দুই জনেরই লক্ষ্য নিজের সেরা টাইমিংকে অতিক্রম করা। আরিফের সেরা টাইমিং ২৪.৯২ সেকেন্ড। অন্যদিকে জুনায়নার ২৯.৫ সেকেন্ড।

অলিম্পিকে বাংলাদেশ কখনোই পদকের আশায় যায়নি। অংশগ্রহণের জন্যই অংশ নেওয়া ছিল বাংলাদেশের অ্যাথলেটদের। তবে এবার টোকিওতে কিছুটা ভালো করার প্রত্যাশ ছিল। বিশেষ করে দেশ সেরা তীরন্দাজ রোমান সানাকে নিয়েই আশা বেশি ছিল। রোমান শেষ ১৬’র লড়াইয়ে হেরেছেন। আরেক আরচার দিয়া সিদ্দিকী এলিমিনেশন রাউন্ডেই বিদায় নিয়েছেন।

টোকিও একুয়েস্টিক সেন্টারে নামবেন দুই সাঁতারু। হিটেই তাদের অলিম্পিক যাত্রা শেষ হওয়ার কথা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৃত্তি নিয়ে ফ্রান্সের প্যারিসে উচ্চতর অনুশীলনে ছিলেন আরিফুল ইসলাম। তিন বছর ধরে সেখানেই অনুশীলন করেন তিনি।

অন্যদিকে ইংল্যান্ড প্রবাসী জুনায়না আহমেদ নিজের অনুশীলন করেছেন লন্ডনে। 

এএন/০৩