খেলা ডেস্ক
জুলাই ৩০, ২০২১
০৩:৪২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২১
০৩:৪২ পূর্বাহ্ন
স্বর্ণজয়ী অঙ্কুতা বদনার এবং সিমোনা রাদিস।
দীর্ঘ ৩৭ বছরের আক্ষেপ গুছিয়ে স্বর্ণ জিতেছে ইউরোপের দেশ রোমানিয়া। ১৯৮৪ সালের লস এঞ্জেলেসের পর এবার টোকিও অলিম্পিকে এসে স্বর্ণপদক জিতেছে দেশটি। নারীদের দ্বৈত স্কালস রোয়িং ইভেন্টে ৬ মিনিট ৪১ দশমিক ০৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন রোমানিয়ার অঙ্কুতা বদনার এবং সিমোনা রাদিস। অলিম্পিকের জন্য এটি রেকর্ড।
তাদের সঙ্গে লড়াই করে ৬ মিনিট ৪৪ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে নিউজিল্যান্ডের ব্রুক ডনঘুই এবং হ্যানা ওসবোর্ন জিতেছেন রৌপ্য পদক। এ ছাড়া ৬ মিনিট ৪৫ দশমিক ৭৩ সেকেন্ড সময় নিয়ে ডাচ দলের রুস ডি ইয়ং ও লিসা শিনার্ড জিতেছেন ব্রোঞ্জ পদক।
এএন/০৫