মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানকে মারধরের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি


জুলাই ৩০, ২০২১
১০:৩২ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩০, ২০২১
১০:৩২ অপরাহ্ন



মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানকে বেধড়ক মারধর ও আক্রোশের জেরে বসতবাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিরীহ বীর মুক্তিযোদ্ধার পরিবার। বর্তমানে প্রতিপক্ষের ভয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হাবিব উল্লাহ'র পুত্র উসমান গনী স্থানীয় কান্দাগাঁও বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। বেশ কিছুদিন পূর্বে একই গ্রামের বাসিন্দা ও তার নিকটাত্মীয় মৃত সফর আলীর পুত্র জামাল উদ্দিনের স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে ঝগড়া-বিবাদ হয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলে। জামাল উদ্দিনের পক্ষ নিয়ে ইউপি সদস্যকে মারধর না করায় জামাল উদ্দিন ক্ষুব্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধার পরিবারের বিরুদ্ধে উঠেপড়ে লাগেন। 

এরই জেরে গত বুধবার (২৮ জুলাই) জামাল উদ্দিন ও তার স্ত্রী হেলেনা বেগম ওই পরিবারের বাড়িঘরে হামলা করে বীর মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী মল্লিকা বেগম (৮০) ও উসমান গনিকে বেধড়ক মারধর করেন। পরে গ্রামবাসী এসে তাদের কবল থেকে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসাপাতালে পাঠান।

জানা গেছে, হামলার সময় উসমান গনির স্ত্রীর স্বর্ণের গহনা ও নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে জামাল উদ্দিন তাদের বাড়ির রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করেন এবং নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। 

বীর মুক্তিযোদ্ধার সন্তান উসমান গনী বলেন, জামাল উদ্দিন আমার নিকটাত্মীয় হলেও সে এলাকার একজন চিহ্নিত বখাটে। তার অত্যচারে আমরা অতিষ্ঠ। অন্যায় কাজে তার পক্ষপাতিত্ব না করায় সে এখন আমাদের বিরুদ্ধে চরম শত্রুতা পোষণ করছে। সে আমার বৃদ্ধা মা ও আমাকে মারধর করেই ক্ষান্ত হয়নি, এখন বসতবাড়ির রাস্তাও বন্ধ করে দিয়েছে। নানাভাবে আমাকে আরও মারধর ও ক্ষতিসাধনের হুমকি-ধমকি দিয়ে আসছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।

এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারধরের বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এইচএইচ/আরআর-০২