জামালগঞ্জ প্রতিনিধি
জুলাই ৩০, ২০২১
১১:১২ অপরাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২১
১১:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে করোনা পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ।
শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৪টায় তিনি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্ণেল মো. চৌধুরী নাবিদ মঞ্জুর মোর্শেদ, টহল অধিনায়ক ক্যাপ্টেন মো. ইলিয়াস ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম ও গণমাধ্যমকর্মীরা।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল সাধারণ মানুষের উদ্দেশে বলেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আমরা যদি ঘরে থাকি তাহলে সুস্থ থাকবো এবং যদি করোনাবিষয়ক সরকারি সকল বিধিনিষেধ মেনে চলি তবে ইনশাল্লাহ বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি হবে। করোনা নির্মূলে ইতোমধ্যে প্রতিটি উপজেলায় করোনার ভ্যাকসিন এসে গেছে। করোনা বিষয়ে সরকার খুবই আন্তরিক। আমি আপনাদের অনুরোধ করব, নিজ নিজ অবস্থান থেকে আমরা যেন সকলকে করোনা বিষয়ে সচেতন করি। এ লকডাউনে যাতে কোনো মানুষ খাদ্যকষ্টে না ভোগেন সেজন্য বিভিন্ন কর্মসূচি ও প্রণোদনার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা শিগগির এই মহামারীকাল কাটিয়ে উঠবো।
বিআর/আরআর-০৪