জগন্নাথপুর প্রতিনিধি
জুলাই ৩০, ২০২১
১১:৪১ অপরাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২১
১১:৪১ অপরাহ্ন
কঠোর লকডাউন বাস্তবায়নে সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন কার্যকর করতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপের নেতৃত্বে রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৮ জন ব্যবসায়ীকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ দণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এএ/আরআর-০৫