খেলা ডেস্ক
জুলাই ৩০, ২০২১
১২:৫৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ৩০, ২০২১
১২:৫৬ অপরাহ্ন
টোকিও অলিম্পিকে ছেলেদের দ্বৈত টেনিসের ফাইনাল হওয়ার আগেই সোনা নিশ্চিত হয়ে গিয়েছিল ক্রোয়েশিয়ার। একদিকে নিকোলা মেকতি-মাতে পাভিচ জুটি, অন্যদিকে ইভান ডডিগ-মার্লিন চিলিচ জুটি। চারজনই যে ক্রোয়েশিয়ার। এ নিয়ে মাত্র তৃতীয়বার একই দেশের খেলোয়াড় বা দল কোনো টেনিসের ফাইনালে মুখোমুখি হয়েছিল। স্বদেশি জুটিতে ৬-৪, ৩-৬, ১০-৬ গেমে হারিয়ে সোনা জিতেছেন মেকতিচ-পাভিচ জুটি।
এএন/০৯