খেলা ডেস্ক
                        আগস্ট ০১, ২০২১
                        
                        ১২:২৩ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ০১, ২০২১
                        
                        ১২:২৪ পূর্বাহ্ন
                             	
                             টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটারে পদকজয়ী জ্যামাইকার তিন কন্যা।
    টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ মিটারের তিনটি পদকই জয় করেছে জ্যামাইকা। অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন জ্যামাইকার স্বর্ণ কন্যা এলেইন থম্পসন হেরাহ। আজ ১০.৬১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছেন থম্পসন। এই ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে জ্যামাইকার ফ্রেজার-প্রাইস ও শেরিকা জ্যাকসন। ২০০৮ সালেও মেয়েদের এই ইভেন্টে তিনটি পদক পেয়েছিল জ্যামাইকা।
সেমিফাইনালে এগিয়ে ছিলেন শেলি অ্যান ফ্রেজার-প্রাইস। দুইয়ে ছিলেন রিও অলিম্পিকের বিজয়ী এলেইন থম্পসন-হেরাহ। ২০০৮ ও ২০১২ অলিম্পিক সোনা জয়ী ফ্রেজার-প্রাইস। কিন্তু শেষ পর্যন্ত অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেন এলেইন থম্পসন-হেরাহ।
এএন/০৬