নবীগঞ্জে ১০ মামলা, ৮ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি


জুলাই ৩১, ২০২১
০২:১৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২১
০২:১৯ অপরাহ্ন



নবীগঞ্জে ১০ মামলা, ৮ হাজার টাকা জরিমানা

সারা দেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জে লকডাউনের ৯ম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১০টি মামলা ও ৮ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে দিনব্যাপী নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারসহ উপজেলার আউশকান্দি বাজারে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সদস্য।

লকডাউনে শনিবার সকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ও স্বাস্থ্যবিধি অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ ধারা ও সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০টি মামলা দেওয়া হয়েছে । 

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।


এএম/আরআর-১০