জগন্নাথপুর প্রতিনিধি
আগস্ট ০১, ২০২১
০৭:৪৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০১, ২০২১
০৮:০৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় আরো ১২ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এরমধ্যে নতুন করে আরেকজন নারী করোনায় মারা গেছেন।
আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ৪ জন, কলকলিয়া ইউনিয়নে ৪ জন, মিরপুর ইউনিয়নে ২জন ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ২ জন।
শনিবার ( ৩১ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এদিকে করোনা উপসর্গ নিয়ে শুক্রবার (৩০ জুলাই) মারা গেছেন ফুলজান বিবি (৭০) নামের এক বৃদ্ধা। তিনি উপজেলার ঘোষগাঁও গ্রামের এখলাছ মিয়ার স্ত্রী। শনিবার ওই বৃদ্ধার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর রাত ১২টায় জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৪৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ৩৫৫ জন, মৃত্যু বরণ করছেন ৭ জন । ৭১ জন আছেন হোম আইসোলেশনে এবং ৮। জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ এ/বি এন-০৭