হবিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০১, ২০২১
০৮:০০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০১, ২০২১
০১:১৩ অপরাহ্ন
হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৮ জন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, রবিবার (১ আগস্ট) একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে ২ জন মহিলা ও ১ জন পুরষ রয়েছেন ।
একদিনে হবিগঞ্জে এই প্রথম ৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ২৬ জন রোগী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ৩৪৮ জন করোনা শনাক্ত হয়েছেন , এর মধ্যে সদর উপজেলায় ১৫৭ জন, চুনারুঘাটে ৬৪ জন, লাখাইয়ে ২ জন , বাহুবলে ৯ জন, বানিয়াচংয়ে ২৩ জন, নবীগঞ্জে ৪১ জন, মাধবপুরে ৪৯ জন এবং আজমিরীগঞ্জের ৩ জন । এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫০০ জন। করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।
এস আর/বি এন-০৯