তাহিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নদীতে ডুবিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা

তাহিরপুর প্রতিনিধি


আগস্ট ০১, ২০২১
০৮:০২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
০৮:০২ অপরাহ্ন



তাহিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নদীতে ডুবিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা

সুনামগঞ্জের তাহিরপুরে যৌতুকের দাবি মেটাতে না পারায় তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাত-পা ও মুখ স্কচ বেঁধে নদীতে ডুবিয়ে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) রাতে মামলা নিয়েছে তাহিরপুর থানা পুলিশ।

নির্যাতনের শিকার গৃহবধূ মাইফুল নেছা বাদী হয়ে স্বামী আবু তাহের জান্নাত (২৮), শ্বশুর সাজিদ মিয়া (৬০), দেবর জাকির হোসেন (২২) ও বাবুল মিয়া (২৫), এবং ননাই টেন্টারপাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে আলী হোসেনের (৪০) বিরুদ্ধে মামলাটি করেন।

মামলায় যৌতুকের জন্য নির্যাতন এবং হাত-পা ও মুখ বেঁধে নদীতে ডুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তার স্বামী, শ্বশুর, দুই দেবর ও মামা শ্বশুরের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এ এইচ/বি এন-১০