ছাতক প্রতিনিধি
আগস্ট ০১, ২০২১
১১:৫৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০১, ২০২১
১১:৫৫ অপরাহ্ন
প্রেমের টানে ঘর ছেড়ে দুই মাস আত্মগোপনে থাকার পর সুনামগঞ্জের ছাতকের এক কিশোরীকে (১৭) উদ্ধার করে মায়ের জিম্মায় দিয়েছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ সাহবাজপুর ইউনিয়নের ষাটঘরি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক ও বড়লেখা থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। উদ্ধারের পর কিশোরীকে রবিবার (১ আগস্ট) বিকেলে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত ৩ জুন কিশোরীর মা ফুলতেরা বেগম ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তার মেয়ে ১ মাস ধরে নিখোঁজ রয়েছে এমনটি উল্লেখ করে তিনি আইনি সহায়তা কামনা করেন। এর প্রেক্ষিতে শনিবার অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। ওই কিশোরী ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, ১ বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে সৌদি প্রবাসী আব্দুল জলিলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরীর। আব্দুল জলিল বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। এ অবস্থায় কিশোরী গত ৩০ মে গভীর রাতে পিত্রালয় থেকে কৌশলে পালিয়ে বড়লেখা উপজেলায় আব্দুল জলিলের বাড়িতে চলে যায়। এরপর মেয়ে নিখোঁজ রয়েছে দাবি করে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার মা ফুলতেরা বেগম।
এ ব্যাপারে সৌদি প্রবাসী আব্দুল জলিল মোবাইল ফোনে জানান, নোটারি পাবলিকে অ্যাফিডেভিটের প্রেক্ষিতে ওই কিশোরী তার বিবাহিত স্ত্রী। তার পরিবারের মারধর সইতে না পেরে কিশোরী গত ৩০ মে ঘর ছেড়ে স্বেচ্ছায় জলিলের বাড়িতে চলে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং কিশোরী জলিলের বাড়িতেই বসবাস করতে থাকে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন কিশোরীকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর পরিবারের দেওয়া তথ্য মোতাবেক তার বয়স বিয়ের বয়সের (১৮ বছর) চেয়ে ১৮ দিন কম থাকায় বিয়েটি আইনসম্মত নয়। তাই কিশোরীকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
এমএ/আরআর-০৫