টোকিও'র হাইজাম্প ইভেন্টের দর্শক মিরপুরে

খেলা ডেস্ক


আগস্ট ০১, ২০২১
০৭:৫৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
০৭:৫৭ অপরাহ্ন



টোকিও'র হাইজাম্প ইভেন্টের দর্শক মিরপুরে
টোকিও অলিম্পিক

মিরপুরে অনুশীলনের ফাঁকে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এভাবেই চোখ রাখেন টোকিও অলিম্পিকের হাইজাম্পের ফাইনালে।


টোকিও অলিম্পিকের হাইজাম্পা ইভেন্টে অংশ নেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মিচেল স্টার্কের ছোট ভাই ব্র্যান্ডন স্টার্ক। 

আজ (রবিবার) একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছিলেন ব্র্যান্ডন স্টার্ক। ২.৩৫ মিটার লাফ দিয়েছিলেন হাই জাম্পে। কিন্তু মুতাজ ঈসা বারশিম, ইতালির জিয়ানমারকো তামবেরি ও বেলারুশের মাকসিম নেদাসেকাউ ২.৩৭ মিটার পেরিয়ে যান। মৌসুমে নিজের সেরাটা দিয়েও পদক জেতা হয়নি স্টার্কের। 

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মিচেল স্টার্কের ছোট ভাইয়ের হাই জাম্পের ইভেন্ট দেখেন ঢাকার মিরপুরে অনুশীলনে থাকা অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা।

এএন/০৪