খেলা ডেস্ক
আগস্ট ০১, ২০২১
১২:১৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০১, ২০২১
১২:১৮ অপরাহ্ন
দীর্ঘ দিন ১০০ মিটারের রাজা বলতে একজনেই ছিলেন, উসাইন বোল্ট। সর্বকালের সেরা স্প্রিন্টার রিও অলিম্পিকেই বিদায় নিয়েছেন। তাই এক যুগ পর নতুন কারও ১০০ মিটারের স্বর্ণ জেতার সুযোগ সৃষ্টি হয়েছিল।
সেমিফাইনালে সবাইকে চমকে দিয়ে প্রথম হয়েছিলেন চীনের বিংতিয়ান সু, তাঁর সমান ৯.৮৩ সেকেন্ড সময় নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রনি বেকার। গতবারের ব্রোঞ্জজয়ী আন্দ্রে দি গ্রাসও ছিলেন। ৯.৮০ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে সবাইকে চমকে দিয়ে স্বর্ণ জিতে ট্র্যাকের নতুন রাজা হলেন ইতালির লামন্ত মার্সেল ইয়াকবস। রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি (৯.৮৪ সেকেন্ড), ব্রোঞ্জ জিতেছেন আন্দ্রে দি গ্রাস (৯.৮৯ সেকেন্ড)।
ফাইনালে তিনজনই নিজেদের ব্যক্তিগত সেরা সময়ে দৌড়েছেন আজ। সেমিফাইনালে নিজের হিটে ইউরোপিয়ান অঞ্চলের রেকর্ড ভেঙেছিলেন ইয়াকবস। কিন্তু এরপরও ফেবারিটের তালিকায় তাঁকে রাখা হয়নি। ১০০ মিটারে অলিম্পিক ইতিহাসে যে ইতালির সাফল্য বলতে ১৯৬০ রোম অলিম্পিকের ব্রোঞ্জ পদক। সেটাও ছিল মেয়েদের ইভেন্টে!
এএন/০৬