রাশিয়াকে হারিয়ে টেনিসে জার্মানির স্বর্ণ জয়

খেলা ডেস্ক


আগস্ট ০১, ২০২১
০৮:৩০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
০৮:৩০ অপরাহ্ন



রাশিয়াকে হারিয়ে টেনিসে জার্মানির স্বর্ণ জয়
টোকিও অলিম্পিক

ফাইনালে রাশিয়ার ক্যারেন খাচানোভকে হারিয়ে টেনিসে স্বর্ণ জিতেন জার্মানির আলেক্সান্ডার জেভরেভ।


টোকিও অলিম্পিকে ছেলেদের টেনিসের এককে স্বর্ণ পদক জিতেছেন জার্মানির আলেক্সান্ডার জেভরেভ। আরিয়াকে টেনিস পার্কে একপেশে ফাইনালে মাত্র ৭৯ মিনিটের লড়াইয়ে জয় নিশ্চিত করেছেন তিনি। রাশিয়ার ক্যারেন খাচানোভ পাত্তাই পাননি তার কাছে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা এই তারকা সরাসরি সেটে জিতেছেন ৬-৩ ও ৬-১ গেমে। ফাইনালে ওঠার পথে তিনি হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর তারকা ও হট ফেভারিট সার্বিয়ার নোভাক জোকোভিচকে। পরে স্পেনের পাবলো ক্যারেনিয়ো বুস্তার কাছে হেরে খালি হাতে ফিরেন জোকোভিচ।

এএন/০৭