আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ব্রাজিলের স্বর্ণ জয়

খেলা ডেস্ক


আগস্ট ০১, ২০২১
০৮:৪৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
০৮:৪৭ অপরাহ্ন



আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ব্রাজিলের স্বর্ণ জয়
টোকিও অলিম্পিক


টোকিও অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ব্যক্তিগত অল-অ্যারাউন্ডের ফাইনালে অল্পের জন্য ব্যর্থ হয়েছিলেন। সেই হতাশা ভুলে জ্বলে উঠেছেন রেবেকা আন্দ্রাদে। ব্রাজিলের এই জিমন্যাস্ট মেয়েদের ভল্টে জিতেছেন স্বর্ণ পদক। তিনি গড়ে ১৫.০৮৩ স্কোর করেছেন। যুক্তরাষ্ট্রের মিকাইলা স্কিন্নার রুপা ও দক্ষিণ কোরিয়ার সিওজিয়ং ইয়ো পেয়েছেন ব্রোঞ্জ। স্কিন্নারের এই ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল না। এই অলিম্পিক থেকে সরে দাঁড়ানো স্বদেশি সিমোন বাইলসের বদলি হিসেবে নেমে পদক জেতার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি।

এএন/০৮