খেলা ডেস্ক
                        আগস্ট ০২, ২০২১
                        
                        ০৪:৩৩ অপরাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ০২, ২০২১
                        
                        ০৪:৩৩ অপরাহ্ন
                             	
                        
            
    ভারতের প্রো-কাবাডি লিগের নিলামে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের আট খেলোয়াড় আরদুজ্জামান মুন্সি, তুহিন তরফদার, জাকির হোসেন, সবুজ মিয়া, মাসুদ করিম, জিয়াউর রহমান, মনিরুল ইসলাম ও মোহাম্মদ হাসান।
ক্রিকেটের আইপিএলের আদলে গড়া পেশাদার কাবাডি লিগ প্রো-কাবাডির এটা অষ্টম আসর। এবারের মৌসুমের নিলাম আয়োজন হওয়ার কথা ছিল গত এপ্রিলে। জুন-জুলাইয়ে শুরু হওয়ার কথা ছিল চলতি মৌসুমের প্রো-কাবাডি। কিন্তু ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে লিগ স্থগিত করা হয়।
আগস্টের শেষ সপ্তাহে মুম্বাইয়ে শুরু হওয়ার কথা এবারের মৌসুমের নিলাম। প্রো–কাবাডির টুইটার পেজে এরই মধ্যে একটা টুইট করেছে আয়োজকেরা। যেখানে একটা ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘অবশেষে অপেক্ষার পালা শেষ...। শিগগিরই শুরু হচ্ছে ভিভো প্রো–কাবাডির খেলোয়াড়দের নিলাম।’ বিশ্বের বিভিন্ন দেশের ৪৪২ জন খেলোয়াড়ের সঙ্গে নিলামে থাকবেন বাংলাদেশের আটজন। গত সাত আসরের চেয়ে এবারই সর্বোচ্চসংখ্যক বাংলাদেশি খেলোয়াড় সুযোগ পাচ্ছেন প্রো-কাবাডির নিলামে।
এএন/০৫