দুটি পদক জয়ী প্রথম ভারতীয় নারী পিভি সিন্ধু

খেলা ডেস্ক


আগস্ট ০২, ২০২১
০৮:২৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২১
০৮:২৫ পূর্বাহ্ন



দুটি পদক জয়ী প্রথম ভারতীয় নারী পিভি সিন্ধু
টোকিও অলিম্পিক ব্যাডমিন্টন


প্রথম ভারতীয় নারী ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে দু'টি পদক জয় করলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। পাঁচ বছর আগে রিও অলিম্পিকে রুপা জেতার পর গতকাল টোকিও অলিম্পিকে জিতলেন ব্রোঞ্জ পদক।  

তার এই অর্জনে ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে ‘গ্রিটিয়েস্ট অব অল টাইম’—বিশেষণ দিয়েছে। কাল ব্রোঞ্জের লড়াইয়ে দাঁতে দাঁত চেপে সিন্ধু হারিয়েছেন চীনের ব্যাডমিন্টন তারকা হে বিংজিয়াওকে। 

আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন সিন্ধু। আর ফিরে তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী ভবনে নরেন্দ্র মোদির সঙ্গে আইসক্রিম খাবেন। 

এই তথ্যটি জানিয়েছেন সিন্ধুর বাবা, সাবেক ভলিবল খেলোয়াড় পিভি রমন। তিনি জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কিছুদিন আগেই সিন্ধুর টেলি–আলাপ হয়েছে টোকিওতে বসেই। মোদি ব্যাডমিন্টন তারকাকে বলেছেন, তুমি পদক জিতে যেদিন দেশে ফিরবে, সেদিনই আমরা একসঙ্গে বসে আইসক্রীম খাব।’

আইসক্রিম খেতে খুবই পছন্দ করেন সিন্ধু। মোদিই সিন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, যেদিন প্রধানমন্ত্রী ভবনে তিনি আসবেন, সেদিন কী খেতে চান সিন্ধু। ভারতীয় ব্যাডমিন্টন তারকা বলেছিলেন, আইসক্রিম তাঁর প্রিয় হলেও সেটি তিনি এড়িয়ে চলেন ফিট থাকার জন্য। এর পরই মোদি বলেছিলেন, ‘তুমি পদক জিতে এসো, আমি তোমাকে আইসক্রিমই খাওয়াব।’

এএন/০৬