জগন্নাথপুরে ইউনিয়ন পর্যায়ে টিকাদান ৭ আগস্ট থেকে

জগন্নাথপুর প্রতিনিধি


আগস্ট ০২, ২০২১
০৬:১৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২১
০৬:৫১ অপরাহ্ন



জগন্নাথপুরে ইউনিয়ন পর্যায়ে টিকাদান ৭ আগস্ট থেকে

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জগন্নাথপুর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে বক্তব্য দেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ৭ থেকে ১১ আগস্টের মধ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্রে ৩ দিনে ৬০০ জন করে ১ হাজার ৮০০ জনকে সিনোফার্মের টিকা দেওয়া হবে। পরবর্তীতে পর্যাক্রমে ৪, ৫ ও ৬ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে টিকা প্রদান করা হবে।


এএ/আরআর-০৩