তাহিরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ প্রদান

তাহিরপুর প্রতিনিধি


আগস্ট ০৩, ২০২১
০৩:২৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২১
০৩:২৪ অপরাহ্ন



তাহিরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ প্রদান

সুনামগঞ্জের তাহিরপুরে করোনাকালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের নাগরপুর শিশু কিশোর ইসলামী সংঘ এর আয়োজন করে। ভূলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্টিত হয়।

এতে পাঁচটি গ্রামের তিনশতাধিক হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। পাশাপাশি করোনা সচেতনতা ও সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালিত হয়েছে।

এসময় কয়েকটি ওষুধ কোম্পানির সহযোগিতায় রোগীদের মধ্যে ওষুধ বিতরণ করা হয়। তাছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সারোয়ার আলম তালুকদার, ডা. রোকেয়া বেগম হাসি ও  ডা. রুনা আক্তার বেলী।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা শুক্কুর আলী, উপদেষ্টা আব্দুল হেকিম, আজিজুর রহমান তালুকদার, আব্দুল হান্নান, আজিজুর রহমান, সভাপতি এসআই শফিক, সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান মারুফ, যুগ্ম সাধারণে সম্পাদক তানভীর হাসান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, প্রচার সম্পাদক আকিকুর রহমান, উপ-সম্পাদক তোফাজ্জল হোসেন অভি, সদস্য নিজাম উদ্দিন, ইকবাল হোসেন, মজিবুর রহমান প্রমুখ।

এ এইচ/বি এন-০৫