তাহিরপুর প্রতিনিধি
আগস্ট ০৩, ২০২১
০৮:২৯ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২১
০৯:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাত, পা ও মুখ বেঁধে নদীতে ডুবিয়ে হত্যা চেষ্টার মামলায় স্বামী আবু তাহের জান্নাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলার দিরাই উপজেলা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবু তাহের জান্নাত দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের সাজিদ মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন।
জিজ্ঞাসাবাদ শেষে আবু তাহের জান্নাতকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
এ এইচ/বি এন-০৬