জগন্নাথপুরে করোনায় একদিনে ২ জনের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি


আগস্ট ০৩, ২০২১
০৮:১৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২১
০৮:১৮ অপরাহ্ন



জগন্নাথপুরে করোনায় একদিনে ২ জনের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় মারা গেছেন আরও দুইজন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসেবে করোনায় ৯ জন মারা গেছেন আর আক্রান্ত হয়েছেন ৪৫০ জন।

মঙ্গলবার (৩ আগস্ট) এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সর্বশেষ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দুইজন ও আক্রান্ত হন উপজেলার ৪ জন। মৃতদের মধ্যে আছেন একজন পুরুষ ও একজন নারী। আক্রান্তদের মধ্যে 

জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা দুইজন এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের একজন ও আশারকান্দি ইউনিয়নে একজন রয়েছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৯ জন আর মৃত্যুবরণ করছেন ৯ জন। ৬৩ জন আছেন হোম আইসোলেশনে এবং ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় সংক্রমণ বাড়ছে। আমরা পরিস্থিতি মোকাবিলায় টিকা প্রদানসহ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।


এএ/আরআর-০৬