খেলা ডেস্ক
আগস্ট ০৪, ২০২১
০৩:১০ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২১
০৩:১০ পূর্বাহ্ন
টোকিও অলিম্পিকে আজ (বুধবার) দিনের শুরুতেই স্বর্ণ জিতেছে ব্রাজিল। ম্যারাথন সাঁতারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন মার্সেলা কুনিয়া। অলিম্পিক সোনাটাও তাঁর কপালেই জুটবে, সেটাই তো স্বাভাবিক! সেটাই হয়েছে। ব্রাজিলের আনা মার্সেলা কুনিয়াই জিতেছেন মেয়েদের ম্যারাথন সাঁতারের স্বর্ণ পদক। রূপা জিতেছেন নেদারল্যান্ডসের শ্যারন ফন রুয়েনডাল, ব্রোঞ্জ অস্ট্রেলিয়ার কারেন্না লি।
এএন/০২