ক্রীড়া প্রতিবেদক
                        আগস্ট ০৪, ২০২১
                        
                        ১১:৫৯ অপরাহ্ন
                        	
                        আপডেট : আগস্ট ০৪, ২০২১
                        
                        ১১:৫৯ অপরাহ্ন
                             	
                             ভারতকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করা আর্জেন্টিনা দলের উচ্ছ্বাস।
    টোকিও অলিম্পিক হকির (মহিলা) ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। আজ (বুধবার) অনুষ্ঠিত সেমিফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে ভারতকে হারালেও আরেক ম্যাচে নেদাল্যান্ডস ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে গ্রেট ব্রিটেনকে।
আগামী শুক্রবার মহিলা হকির স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। একই দিন আগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে ভারত।
দুর্ভাগ্য ভারতের। দলটি হকির পুরুষ ও মহিলা দুই বিভাগের সেমিফাইনালে খেললেও ফাইনালে উঠতে পারেনি। আগের দিন পুরুষ দল বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হারে। এখন তাদের লড়তে হচ্ছে ব্রোঞ্জ পদকের জন্য।
এএন/০৭