নবীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ০৫, ২০২১
১২:০১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২১
১২:০১ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার হাসপাতাল সড়কে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-১
জায়েদ চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান ইভা ফার্নিচার নামক দোকান থেকে বিজয় গোপ (২২) নামে এক কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে পুলিশ লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত প্রবোধ গোপের পুত্র বিজয় গোপ পেশায় এক জন কাঠমিস্ত্রী। তিনি নবীগঞ্জ শহরের ওই ফার্নিচারের দোকানের কাঠমিস্ত্রী চিত্তরঞ্জন এর সঙ্গে আলোচনা সাপেক্ষে ১০ হাজার টাকা মাসিক বেতনে কারিগর হিসেবে কাজে যোগদান করেন। বুধবার দিবাগত রাতে বিজয় ব্যবসা প্রতিষ্ঠানের ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সকালে দোকানের কর্মচারী চিত্ররঞ্জন ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখতে পান বিজয় গোপের ঝুলন্ত লাশ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে ময়না তদন্তের রিপোর্টের আসার আগ পর্যন্ত এর বেশি কিছু বলা যাচ্ছেনা৷ ময়না তদন্ত শেষে মৃতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে৷ ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানান।
এএম/বিএ-০৮