ধর্মপাশায় করোনার টিকা নিতে নৌপথে মাইকিং

ধর্মপাশা প্রতিনিধি


আগস্ট ০৭, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৭, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন



ধর্মপাশায় করোনার টিকা নিতে নৌপথে মাইকিং

করোনাভাইরাসের সংক্রমণরোধে টিকা নিতে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৩৬টি গ্রামের নৌপথে মাইকিং করা হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ মাইকিং করা হয়।

এ সময় বলা হয়, প্রাপ্তবয়স্ক নারী-পুরুষেরা উপজেলার গোলকপুর হাজী আবদুল হাফেজ স্কুল অ্যান্ড কলেজে আগামীকাল শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করোনাভাইরাসরোধী টিকা নিতে পারবেন।

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন, প্রতিবন্ধী, বৃদ্ধ ও নারীদের করোনাভাইরাসের টিকা পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে। শনিবার ৬০০ জন নারী-পুরুষকে টিকা দেওয়া হবে।


এসএ/আরআর-১০